এসইও (SEO) নিয়ে টুকিটাকি

এসইও (SEO) নিয়ে টুকিটাকি

Services

ই-কমার্স ব্যবসায়ের ক্ষেত্রে প্রথমে দরকার একটি আকর্ষণীয় ও নির্ভরযোগ্য ওয়েবসাইট। ওয়েবসাইট তৈরী ও নিরাপদ করার পর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) করতে হয়। এসইও করার কারণ হল ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে  সহজপ্রাপ্য করা ।

এসইও কী?

এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে বিভিন্ন সার্চ ইঞ্জিন যেমন – Google, Bing, Yahoo , Amazon ইত্যাদির সার্চ রেজাল্টে কারো ওয়েবসাইটকে বা ব্লগকে তুলে ধরে। এসইও করার কারণ হলো সাইট বা ব্লগে কাংখিত ট্রাফিক আনা। বিভিন্ন সার্চ ইঞ্জিনের নিয়ম অনুসরণ করে কোনো সাইট বা ব্লগকে ওই সব সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে নিয়ে আসার প্রক্রিয়াই হলো এসইও।

এসইও করা কেন দরকার?

এসইও হচ্ছে মূলত সার্চ ইঞ্জিনের কিছু নিয়ম যা অনুসরণ বা প্রয়োগ করা হলে সার্চ ইঞ্জিন কাংখিত  সাইট বা ব্লগকে গুরুত্বপূর্ণ মনে করে এবং সার্চ পেজে রেজাল্ট হিসেবে তুলে ধরে ও র‍্যাংক করে। বর্তমানে প্রতিযোগীতার বিশ্বে একই বিষয়ে অসংখ্য সাইট বা ব্লগে লেখা থাকে। তাই সার্চ করলে সেসব সাইট বা ব্লগ সামনে আসে যেসবে এসইও করা হয়। এসইও ছাড়া সার্চ ইঞ্জিনের মাধ্যমে সাইট বা ব্লগে ভিজিটর আসা বা ট্রাফিক আসা অসম্ভব।  তাই ওয়েবসাইটের এসইও করতে হয়।

এসইও কয় ধরনের হয়?

একটি ওয়েবসাইটে এসইও মূলত তিন ভাবে করা যায়। অনপেইজ এসইও, টেকনিক্যাল এসইও আর অফপেইজ এসইও।অনপেইজ এসইও হল সরাসরি সাইটের ভেতরকার বিষয়গুলো নিয়ে করা। টেকনিক্যাল ও ওয়েবসাইটের ভেতরকার বিষয় নিয়ে করতে হয় তবে তা কিছুটা ভিন্ন। অফপেইজ এসইও হল ওয়েবসাইটের বাইরের বিষয়গুলো নিয়ে এসইও করা।

অনপেইজ এসইও করার বিষয়গুলো হলঃ

    ১)ওয়েবসাইটের  টাইটেল বা নাম

    ২) ওয়েবসাইটের  বিবরণ

    ৩)ওয়েবসাইটের মেটা কিওয়ার্ড ট্যাগ

    ৪)ওয়েবসাইটে ব্যবহৃত ছবিগুলোর টাইটেল বা নাম

    ৫)ওয়েবসাইটে ব্যবহৃত ছবিগুলোর অল্ট ট্যাগ

    ৬)ওয়েবসাইটে ব্যবহৃত ছবিগুলোর ক্যাপশন

    ৭)ওয়েবসাইটের বিভিন্ন পেজের মধ্যে অন্ত:সংযোগ

    ৮ )ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইটের বহি:সংযোগ

 টেকনিকাল এসইওর বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলঃ

    ১)সাইট স্পিড

    ২)ইনডেক্সিং

    ৩)ক্রাউলাবিলিটি

    ৪) মোবাইল ফ্রেন্ডলিনেস   

    ৫)সাইট আর্কিটেকচার

    ৬)স্ট্রাকচার্ড ডাটা

    ৭)সিকিউরিটি

অফপেজ এসইওর বিষয়সমুহের মধ্যে উল্লেখযোগ্য হল

    ১)সোশ্যাল মিডিয়া  বা সামাজিক সাইটগুলোতে আলোচনা ও শেয়ার

    ২)ব্যাকলিংক বা অন্য ওয়েবসাইটের সাথে সংযোগের সংখ্যা

 

মূলত এই বিষয়গুলো নিয়ে কাজ করাই হলো এসইও করা। এগুলোর উপর জোর দিলেই একটি ই-কমার্স সাইট বা যেকোনো বিষয়ভিত্তিক বা ব্যক্তিগত ওয়েবসাইট সফল হতে বাধ্য। এসইও সাইটে ট্রাফিক আনে। সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টে প্রথম সারিতে তুলে ধরে সাইটকে।