জামদানীর গল্প!

জামদানীর গল্প!

Clothing, Health and Beauty
জামদানী শাড়ি বাঙ্গালির এক অমলিন ঐতিহ্যের নাম । 
চলুন জেনে নেয়া যাক জামদানী নিয়ে টুকিটাকি কিছু গল্প।
প্রাচীনকালে তাঁতের মেশিনে কার্পাস তুলা দিয়ে বোনা হতো মিহি মসলিন শাড়ি। তাতে জ্যামিতিক নানা ডিজাইন করা হতো। আর সেই মসলিনের উত্তরসূরীর নাম রাখা হয় "জামদানী" শাড়ি। জামদানীর সঠিক নামকরণ সম্পর্কে জানা যায়নি তবা তোফায়েল আহমেদ এর মতে ফারসি শব্দ  'জাম' অর্থ কাপড় আর 'দানা' অর্থ বুটি। অর্থাৎ জামদানী অর্থ বুটিদার কাপড়।  আবার আরেকটি মতে, ফারসিতে জাম অর্থ এক ধরনের উৎকৃষ্ট মদ এবং দানি অর্থ পেয়ালা। জাম পরিবেশনকারী ইরানী সাকীর পরনের মসলিন থেকে জামদানি নামের উৎপত্তি ঘটেছে।
জামদানী মসলিনের সূক্ষ্মতা নির্ভর করে এর এর সুতা কাটা ও এর বুনন কৌশল এর উপর। তাঁতীরা ভোরবেলাকেই সঠিক সময় হিসেবে বেছে নেন বুননের জন্য। কারণ এসময় বাতাসে আর্দ্রতা কম থাকে।সুতা কাটতে ব্যবহার করা হতো টাকু,বাঁশের ঝুড়ি, শঙ্খ ও পাথরের বাটি। মাড় হিসেবে ব্যবহার করতো খই, বার্লি বা ভাত। প্রথমে তাদের সুতা রঙ করতে হতো। ভাল জামদানীর জন্য ২০০-২৫০ নম্বর সুতা ব্যবহার করা হতো এবং লতাপাতা, ফুল ফল ইত্যাদির রস ব্যবহার করতো।জমিনের সুতার তুলনায় নকশার সুতা একটু মোটা হয় তাতে নকশাগুলো ভালো করে ফুটে উঠে। প্রথমদিকে শুধু ধূসর জমিনে কাজ করা হলেও পরে অন্য রঙের জমিনেও কাজ করা হয়।
নকশা অনুযায়ী বিভিন্ন জামদানি বিভিন্ন নামে পরিচিত আছে। চলুন জেনে নিই তাদের নাম  - পান্না হাজার, দুবলি জাল, বুটিদার, তেরছা, জালার, ডুরিয়া, চারকোণা, ময়ূর প্যাঁচ, কলমিলতা, পুঁইলতা, কচুপাতা, কাটিহার, কলকা পাড়, আঙুরলতা, সন্দেশ পাড়, প্রজাপতি পাড়, দুর্বা পাড়, শাপলাফুল, বাঘনলি, জুঁইবুটি, শাল পাড়, চন্দ্র পাড়, চন্দ্রহার, হংস, ঝুমকা, কাউয়ার ঠ্যাঙা পাড়, চালতা পাড়, ইঞ্চি পাড় ও বিলাই আড়াকুল নকশা, কচুপাতা পাড়, বাড়গাট পাড়, করলাপাড়, গিলা পাড়, কলসফুল, মুরালি জাল, কচি পাড়, মিহিন পাড়, কাঁকড়া পাড়, শামুকবুটি, প্রজাপতি বুটি, বেলপাতা পাড়, জবাফুল, বাদুড় পাখি পাড় ইত্যাদি। তবে বর্তমানে শাড়ির জমিনে গোলাপফুল, জুঁইফুল, পদ্মফুল, কলারফানা, আদারফানা, সাবুদানা ইত্যাদি নকশা করা হয়। সাম্প্রতিক সময়ে ঐতিহ্যবাহী জামদানি নকশাকে পুনরুজ্জীবিত করার প্রয়াস চলছে। ছোট ছোট বিভিন্ন ফুলের বুটি তোলা জামদানি বুটিদার নামে পরিচিত। জামদানি বস্ত্রে ছোট ছোট ফুলগুলি যদি তেরছাভাবে সারিবদ্ধ থাকে তাকে তেরছা জামদানি বলে। এ নকশা শুধু যে ফুল দিয়েই হবে তা নয়, ময়ূর বা লতাপাতা দিয়েও হতে পারে। ফুল, লতার বুটি জাল বুননের মতো সমস্ত জমিনে থাকলে তাকে জালার নকশা বলা হয়। সারা জমিনে সারিবদ্ধ ফুলকাটা জামদানি ফুলওয়ার নামে পরিচিত। 
বর্তমানে নতুন প্রজন্মের কাছে জামদানীর ঐতিহ্যকে তুলে ধরতে সচেষ্ট হয়েছে অনেক বুটিক বা ফ্যাশন হাউসগুলো। অনেক নতুন উদ্যোক্তারা অনলাইনে কাজ করছেন জামদানী নিয়ে। সুন্দর সুন্দর জামদানীর কালেকশন আছে  আমাদের ওয়েবসাইটে ও ।   পণ্যের   সহজলভ্যতার সাথে সাথে   ঐতিহ্যকে   তুলে ধরা  ও আমাদের   লক্ষ্য।  ধন্যবাদ!