গ্যাস স্টোভ কিনুন Walton এর!

গ্যাস স্টোভ কিনুন Walton এর!

Home and Garden

একসময় মাটির চুলাতেই রান্নার কাজ সাড়া হতো এরপর এলো গ্যাসের চুলা প্রথমদিকে শুধু শহরাঞ্চলেই ছিলো গ্যাসের চুলা তবে যুগের পালে হাওয়া লাগিয়ে এখন গ্রামাঞ্ছলেও ব্যবহৃত হয় গ্যাসের চুলা

প্রাকৃতিক গ্যাস ও এলপি গ্যাস এই দুই ধরনের গ্যাস ব্যবহার হয় মূলত গ্যাস স্টোভ বার্ণারের ক্যাপের আয়তন যত বেশি হয় , তত বেশি তাপ উৎপন্ন হয় পরিবারের সদস্য সংখ্যার উপর নির্ভর করে রান্না করা হয় সব বাড়িতে তাই রান্নার পরিমান অনুযায়ী চুলা কিনতে হয় যেসব পরিবারে সদস্যসংখ্যা বেশি এবং রান্না বেশি করতে হয় তাদের বড় আয়তনের বার্ণার ক্যাপযুক্ত চুলা বা গ্যাস স্টোভ কেনা উচিত

গ্যাস স্টোভের রকমভেদঃ

Walton এ  রয়েছে স্টেইনলেস  স্টীলের সিঙ্গেল ও ডাবল বার্ণারের গ্যাস স্টোভএসব গ্যাস স্টোভে স্টেইনলেস স্টীলের টপ প্যানেল ব্যবহৃত হয়েছে। এছাড়াও আছে গ্লাস টপ সিঙ্গেল এবং ডাবল বার্ণারের গ্যাস স্টোভ যেগুলোর টপ প্যানেলে ব্যবহার করা হয়েছে টেম্পারড গ্লাস। স্টেইনলেস স্টীলের সিঙ্গেল বার্ণারে ৮ রকমের ও ডাবল বার্ণারে ১৬ রকমের  মডেলের গ্যাস স্টোভ আছে। সিঙ্গেল বার্ণার এর মূল্য শুরু হয় ১হাজার ১০০ টাকা থেকে ১হাজার ৯০০ টাকা পর্যন্ত। আর ডাবল বার্ণার এর মূল্য ২ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত। ওয়ালটনের গ্লাস টপ সিঙ্গেল বার্ণারে ৬টি মডেল আছে যার মূল্য ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকার মধ্যে। আর গ্লাস টপ ডাবল বার্ণারে আছে প্রায় ২৮টি মডেল আর দাম শুরু হয় ৩ হাজার ২০০ টাকা থেকে ৪ হাজার ৩০০ টাকা পর্যন্ত।

গ্যাস স্টোভ ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা মেনে চলা উচিত

১) রান্নাঘরের দরজা – জানালা ২৪ ঘন্টা খোলা রাখুন যাতে পর্যাপ্ত আলো বাতাস চলাচল করতে পারে। ঘরের বাইরে যাওয়ার সময় কখনো রান্নাঘরের দরজা জানালা বন্ধ রাখবেন না।

২)বাড়ির বাইরে যাওয়ার সময় অবশ্যই চুলা ভালোভাবে বন্ধ করে দিন।

৩) গ্যাস বার্ণারটি ভালোভাবে পরিষ্কার করুন যাতে ময়লা জমে না থাকে।

৪) অনাকাঙ্খিত দূর্ঘটনার জুঁকি এড়াতে অবশ্যই দক্ষ মেকানিক দ্বারা গ্যাস স্টোভটি লাগান।

৫)পরিষ্কার করতে চাইলে অবশ্যই চুলা ঠান্ডা থাকা অবস্থায় করুন। পানি দিয়ে মুছে তা আবার শুকনা কাপড় দিয়ে পরিষ্কার করে দিন।

৬)চুলায় কোনো ত্রুটি নজড়ে পড়লে অবশ্যই তা মেরামত করান।

আপনি যদি সুন্দর ডিজাইন, ভালো উন্নতমানের গ্যাস স্টোভ কেনার কথা চিন্তা করে থাকেন তবে Walton এর গ্যাস স্টোভ হতে পারে আপনার জন্য একটি বেস্ট চয়েজ Osellers দিচ্ছে আপনাকে দারুন সুযোগ Walton এর গ্যাস স্টোভ কিনে Osellers থেকে বুঝে নিন নিশ্চিত ক্যাশব্যাক