বাটিক প্রিন্ট নিয়ে জানুন

বাটিক প্রিন্ট নিয়ে জানুন

Clothing, Health and Beauty

বাংলাদেশের হস্ত ও কারুশিল্পের মধ্যে অন্যতম পরিচিত শব্দ হল 'বাটিক প্রিন্ট'। বাটিক- শব্দটি এসেছে ইন্দোনেশিয়ান ভাষা থেকে যার অর্থ একটি বিন্দু বা ফোঁটা।


পছন্দের গজ কাপড় কিনে তাতে নকশা এঁকে সেই নকশার উপর মোম দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপর কাপড়টিকে রঙে ডুবিয়ে নেয়া হয়। মোম দেয়ার কারণে নকশায় রঙ প্রবেশ করতে পারেনা। এতে করে খুব সুন্দর একটি ডিজাইন হয়।বাটিক প্রিন্টের কাজ কাপড়ে যেমন করা যায়, চামড়ায় ও করা হয়।


বাটিক প্রিন্টের টু-পিস, থ্রি পিস, শাড়ি, সালোয়ার-কামিজ-ওড়না,শার্ট, পাঞ্জাবী, ফতুয়া ইত্যাদি দেখতে অনেক আকর্ষনীয়। আরামদায়ক ও আধুনিক পোশাক হিসেবে বেশিরভাগ মানুষের কাছে জনপ্রিয়। এছাড়াও বাটিক প্রিন্টের বিছানার চাদর, কুশন কভার এর মতো সাংসারিক ব্যবহার্য জিনিসও পাওয়া যায়।


বর্তমানে ফ্যাশনের একটি জনপ্রিয় অংশ বাটিক প্রিন্টের কাপড়। চাহিদা ও জনপ্রিয়তার উপর ভিত্তি করে Osellers - এ সংযোজন করা হয়েছে বাটিক প্রিন্টের কাপড়। পাইকারি ও খুচরা মূল্যে পাবেন বাটিক থ্রি পিস, বিছানার চাদর, কুশন।