২০২১ সালের কম বাজেটের গাড়িগুলো!

২০২১ সালের কম বাজেটের গাড়িগুলো!

Heavy Vehicles

গাড়ি – শব্দটা এক সময় উচ্চবিত্তদের জন্য ছিল। কিন্তু এখন শহুরে জীবনযাপনে এটি বেশ প্রয়োজনীয় হয়ে দাড়িয়েছে। শহরের ব্যস্ত রাস্তার জ্যামে আটকে নিজের মূল্যবান সময় নষ্ট করার মত মানসিকতা রাখেনা মানুষ। তাই উচ্চবিত্তদের পাশাপাশি মধ্যবিত্তরাও  এখন আস্তে আস্তে আগ্রহী হচ্ছেন গাড়ি কেনার প্রতি। এজন্য বিভিন্ন কোম্পানিগুলো স্বল্প বাজেটে আকর্ষনীয় দেখতে মডেলের গাড়ি বাজারে ছাড়ছেন।

বাজারে গাড়ি কিনতে গেলে মূলত দুই ধরনের পুরোনো গাড়ি পাওয়া যায়। রিকন্ডিশন ও সেকেন্ড হ্যান্ড। রিকন্ডিশন গাড়ি বলতে বুঝায় যে গাড়িগুলো বিদেশে ব্যবহৃত হয়েছে। আর সেকেন্ড হ্যান্ড গাড়ি বলতে বুঝায় ঐ গাড়িটি নিজের দেশেই বিভিন্ন সময় ধরে ব্যবহার করা হয়েছে। তাই কেনার সময় গাড়ির কন্ডিশনের বিষয়টি অবশ্যই জেনে নিবেন। তবে গাড়ির মান যাচাই করাটা খুব দরকার। গাড়ির মূল্য শুনেই কখনো গাড়ি কেমন হবে তা যাচাই করতে যাবেন না। অনেক সময় তুলনামুলক কম মূল্যেও ভালো মানের গাড়ি পাওয়া যায়। আর রিকন্ডিশন বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাইলে অবশ্যই এটা যাচাই করে নিবেন যে এর আগে কতদিন ও কিরকম  পরিস্থিতিতে গাড়িটি ব্যবহৃত হয়েছিলো এবং গাড়িটির পার্টস সহজলভ্য কিনা।

গাড়ির ফিচার, দাম,পার্টসের সহজলভ্যতা, ব্যবহারকারীদের মতামত, বিস্তারিত সবকিছু মিলিয়ে বর্তমানে টাটা ন্যানো, টয়োটা এই গাড়িগুলোর বাজারে বেশ ভালো চাহিদা আছে।

TOYOTA  PROBOX  GL  ALL POWER

যারা চার বা পাঁচ সিটের মধ্যে ভালো মানের গাড়ি কেনার কথা ভাবছেন এই মডেলের গাড়িটি তাদের কাছে অবশ্যই পছন্দনীয় হতে পারেগাড়িটি প্রথম বাজারে আসে ২০০৩ সালেএর ইঞ্জিন হচ্ছে ১৫০০ সিসি আর ৭৫০০০ কিঃমিঃ মাইলেজএর জ্বালানী হচ্ছে অকটেন ও সিএনজি। আরো কিছু ফিচার হলঃ

·        Tilt-power steering

·        Interior fresh and built in CD

·        Anti-theft security system

·        Super cool AC

·        Four door power

 

মূল্য – প্রায় ৭ লক্ষ টাকা

 

TATA  GEN X  NANO

যারা ছোটখাটো গাড়ি কেনার কথা ভাবেন তাদের প্রথম পছন্দ হয় মূলত টাটা ন্যানো। এই মডেলটি ভারতে মোটরবাইকের অন্যতম বিকল্প হিসেবে খুব বেশী ব্যবহার করা হয় এবং কোম্পানীর উদ্দেশ্য ছিলো এই মডেলকে জনপ্রিয় করা। ঠিকভাবে যত্ন সহকারে ব্যবহার করলে এটি বেশ কিছু বছর নিশ্চিন্তে ব্যবহার করা যাবে। এছাড়াও এই মডেলটি অনেক কঠোর পরিস্থিতিতেও বেশ ভালো  সার্ভিস দেয়। এই গাড়ির প্রধান ফিচারগুলো হলোঃ

·        Engine : 2 cylinder / 624 cc

·        Fuel is Petrol

·        Gear/ Transmission – 4 speed (Manual/Auto)

·        Seating capacity – 4 person

·        Mileage – 33 kmpl

·        Top speed – 105 kmph

·        Fuel capacity – 15 liters

মূল্য – প্রায় ৯ লক্ষ টাকা

TOYOTA  VITZ

টয়োটা ভিটস জি বর্তমান সময়ের জন্য কম বাজেটে খুব আধুনিক একটি গাড়ি। গাড়িটিতে যুগোপযুগী বেশ কিছু ফিচার যোগ করা হয়েছে। গাড়িতে সিকিউরিটি সিস্টেমের বেশ ভালভাবে ব্যবস্থা আছে। এই গাড়ির প্রধান ফিচারগুলো হলোঃ

·        Engine- 4 cylinder 1329 cc

·        Fuel is Petrol

·        Gear/ Transmission – Automatic

·        Steering Type – Tilt

·        Seating capacity – 05 persons

·        Mileage – 73000 km

·        Air Conditioner- Yes

·        Heater- Yes

·        AntiLock Braking System- Yes

·        Central Locking- Yes

·        Door Ajar warning – Yes

·        Anti-Theft Device – Yes

·        DVD Player – Yes

·        Touch Screen – Yes

·        Bluetooth & USB connectivity - Yes

মূল্য – ৯,৪৫,০০০ টাকা

TOYOTA  COROLLA  X

যারা ক্ল্যাসিক সেডান টাইপের গাড়ি কিনতে চান তাদের জন্য এই মডেলের গাড়িটি হতে পারে একটি দারুন প্রাপ্তি। এই মডেলটি প্রথম বাজারে এসেছিলো ২০০৪ সালে। ফ্যামিলি গাড়ি হিসেবে এটি বেশ আরামদায়ক ও উন্নত প্রযুক্তির। চলুন জেনে নিই এর প্রধান ফিচারগুলো-

·        Engine – 1500 cc

·        Fuel  is Petrol

·        Gear/ Transmission – Automatic

·        Steering type – Power

·        Seating capacity – 04 persons

·        Mileage – 92,821 km

·        Air Conditioner – Yes

·        Antilock Braking system – Yes

·        Central locking – Yes

·        Rear Camera – Yes

·         Anti-Theft Device – Yes

এসব ছাড়াও বাকি সব উন্নত ব্যবস্থাও এতে দেওয়া আছে যেমন – রেডিও, সিডি প্লেয়ার,টাচ স্ক্রিন, ব্লুটুথ ও ইউএসবি কানেকশন সিস্টেম ইত্যাদি ।

মূল্য – ১০,৭০,০০০টাকা

 

TOYOTA AXIO G Blue

টয়োটা  এএক্সআইও জি মডেলের গাড়িটিও ফ্যামিলি গাড়ি হিসেবে বেশ দারুন। বাজেট যদি ১০-১২ লক্ষ টাকা হয় তাহলে এই মডেলটি আপনি নিশ্চিন্তে কিনতে পারবেন। এতে যে ফিচারগুলো পাবেন সেগুলো হচ্ছে-

·        Engine – 1500 cc

·        Fuel  is Octen / CNG

·        Gear/ Transmission – Automatic

·        Seating capacity – 04 persons

·        Mileage – 1,37,000 km

·        Air Conditioner – Yes

·        Central locking – Yes

·        TV Nevigation Camera – Yes

·         Anti-Theft Device – Yes

·        UVS & Tempered glass

·        Original Toyota Rim & Tire

মূল্য – ১১,৩০,০০০

 

একটি গাড়ি কেনা মানে একটি স্বপ্ন পূরণ করা। তাই স্বপ্নটিকে পূরণ করার সময় অবশ্যই সবকিছুকে যাচাই করে নিন। রিকন্ডিশন বা সেকেন্ড হ্যান্ড হলে অবশ্যই পুরোনো কাগজপত্র ও পার্টসের সহজলভ্যতা, বিস্তারিত সব খুব ভালভাবে চেক করে নিবেন।