শীতের সকালে উষ্ণ মিষ্টি রোদে বসতে
কার না ভালো লাগে। গ্রামাঞ্চলে পাওয়া গেলেও শহরাঞ্চলে রোদের দেখা পাওয়া ভার। আগুন
জ্বালিয়ে যে সবাই গোল হয়ে বসে হাত-পা সেঁকবে তার
জো নেই শহুরে দালানের ভীড়ে। ঘরের ভেতরকার শীত যেনো আরো জেঁকে বসে। আর তা
থেকে নিস্তার পেতে রুম হিটারই হয় ভরসা।
উন্নত দেশগুলোতে শীতের প্রকোপ
অনেক বেশি হওয়ায় এর প্রয়োজনীয়তা থেকেই মূলত রুম হিটার আবির্ভূত হয়। তাই শীতপ্রধান
দেশগুলোতে রুম হিটারের জনপ্রিয়তাও তুঙ্গে। ঘরে বাচ্চা ও বয়স্কদের জন্য রুম হিটার
বেশি প্রয়োজন হয় শীতে। যাদের এজমা ও হাঁপানীর রোগ বেড়ে যায় শীতকালে তাদের জন্য রুম
হিটার খুবই উপকারী।
আমাদের দেশে ঋতুর পরিবর্তনভেদে আসতে
চলেছে শীত। সামনের মাস থেকেই বাড়বে শীতের চাপ। আর তাই আপনি যদি রুম হিটার কেনার
কথা ভেবে থাকেন তবে এ লেখাটি আপনার জন্য কিছুটা উপকারী হতে পারে।
রুম হিটার
কিঃ
রুম হিটার হচ্ছে একটি তাপীয়
যন্ত্র যা একটি স্থান মানে রুম বা কক্ষকে উষ্ণ করে। যদি সেন্ট্রাল রুম হিটার বসানো
হয় তবে তা বেশ বড় পরিসরের কক্ষকে গরম রাখতে পারে। রুম হিটার মূলত বিদ্যুৎ বা
জ্বালানী গ্যাস যেমন প্রাকৃতিক গ্যাস, প্রোপেন, কাঠের ছোট টুকরা ইত্যাদি দিয়ে চলে।
রুম হিটার কেনার
আগে ও পরে মনে রাখুন কিছু বিষয়ঃ
১) হিটার কেনার পূর্বে এটিকে
বসানোর স্থানটি নির্বাচন করে নিন। যাতে সুইচ বোর্ড এর সাথে কানেকশন দিতে সুবিধা
হয়।
২) হিটার এর জন্য আলাদা অর্থাৎ অন্য
কিছুর জন্য ব্যবহার করা হয়নি এমন সুইচ বোর্ড ব্যবহার করা উচিত।কারণ হিটার বেশি
ওয়াটের কারেন্ট পরিবহন করে।
৩) অবশ্যই ঘরে থাকা শিশুদের
নাগালের বাইরে রাখুন।
৪) রুমের তাপমাত্রা স্বাভাবিক উষ্ণ
হয়ে গেলে হিটার বন্ধ করে দিন।
৫)হিটার একবার ছাড়ার পর তা বন্ধ
করেছেন কিনা তা চেক করতে ভুলবেন না।
৬)হিটার অব্যবহৃত থাকা অবস্থায়
অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখুন।
আমাদের দেশে অনেক ব্র্যান্ডের
রুম হিটার পাওয়া যায়। সিঙ্গার, মিয়াকো, নোভা, সনি ইত্যাদি ব্র্যান্ডের। তবে আমাদের
নিজস্ব দেশীয় পণ্য ওয়ালটন কিন্তু কোনো অংশে কম নয়। উন্নত প্রযুক্তি ও দীর্ঘস্থায়ী
উপাদান দিয়ে তৈরী ওয়ালটনের প্রতিটি পণ্য। Walton Room Heater এর মূল্য শুরু হয় ১৪৯০
টাকা থেকে এবং সর্বোচ্চ মূল্য ৪৫০০ টাকা। Osellers থেকে Walton Room Heater কিনে পাবেন
নিশ্চিত ক্যাশব্যাক।