স্মার্টফোন এখন
সবার হাতে হাতে। অন্যান্য গেজেটের তুলনায় আপডেটেড মোবাইলের প্রতি এখন সবার আগ্রহ
বেশি। নতুন নতুন উন্নত ফিচার নিয়ে হাজির
হচ্ছে মোবাইল কোম্পানিগুলো।এই নতুন বছরেও বিভিন্ন নামীদামী ব্র্যান্ডগুলো নিয়ে
এসেছে কিছু মডেলের আপডেট ভার্সন ।
একসময় আমরা
মোটা,ভারী আর বাটনসমৃদ্ধ মোবাইল ব্যবহার করতাম। আস্তে আস্তে মোবাইলের আকার,
ডিজাইন, ধরন সব পালটেছে।নেটওয়ার্ক এর গ্রেড উন্নত হয়েছে। 5G এর এ যুগে তাই আপনার হাতে একটা ভালো মানের মোবাইল থাকাটা
আবশ্যক। আজ চলুন জেনে নেবো ২০২১ সালে বাংলাদেশের বাজারে কোন মোবাইলগুলো পাওয়া
যাচ্ছে এবং সেগুলোর দাম ও বিস্তারিত ফিচার।
Xiaomi(MI)
শাওমি বা সংক্ষেপে ‘এম আই’ মোবাইল বর্তমানে খুব
জনপ্রিয় একটি সেট। অথচ বছরখানেক আগেও অনেকেই এই ব্র্যান্ডের নামের উচ্চারণ নিয়ে
দ্বিধায় থাকতো।আর এখন এই মোবাইল হাতে হাতে ঘুরে। এর পেছনে আছে মোবাইল ব্র্যান্ডটির
উন্নত মান আর বিভিন্ন ফিচারগুলো।
শাওমি রেডমি নোট ৯ প্রো
শাওমির এই মডেলটি
সবার মন জয় করে নিয়েছে খুব অল্প সময়ে। বাজেটের মধ্যে অত্যাধুনিক ফিচারগুলো উপভোগ
করতে পারছেন ইউজাররা। ২০২০সালের ডিসেম্বর মাসে এই মোবাইল সেটটি বাজারে আসে। চলুন
জেনে নিই এই সেটের বিস্তারিত ফিচারগুলো।
-> স্ক্রিন বা
ডিসপ্লের সাইজ ৬.৬৭ ইঞ্চি
-> বডি
ডাইমেনশনস- ১৬৫.৮ X ৭৬.৭ X ৮.৮ মিমি (৬.৫৩X৩.০২X০.৩৫ইঞ্চি)
-> ওজন ২০৯
গ্রাম(প্রায়)
-> ডিসপ্লে
রেজ্যুলেশন ১০৮০X২৪০০ পিক্সেল
->অপারেটিং
সিস্টেম – এন্ড্রয়েড
->অপারেটিং
সিস্টেম ভার্সন – ১০ , এমআইইউআই ১১
-> সিপিইউ –
অক্টাকোর ,স্ন্যাপড্রাগন ৭২০জি
-> ব্যাটারি –
৪৮২০ এমএএইচ
->ক্যামেরা –
১০৮+৮+২+২ মেগাপিক্সেল (কোয়াড ক্যামেরা সেটাপ), এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরমা
-> সেন্সর –
ফিঙ্গারপ্রিন্ট (সাইড মাউন্টেড)
->মেমোরি – ৬৪
জিবি ৬জিবি র্যাম, ১২৮ জিবি ৬ জিবি র্যাম, ১২৮ জিবি ৮ জিবি র্যাম
-> ইউএসবি
টাইপ – সি
-> বাজার
মূল্য – ১৭,৯৯৯ টাকা
Samsung
স্যামসাং আমাদের দেশে খুব
জনপ্রিয় এবং প্রায় কমন একটি সেট।
স্যামসাং গ্যালাক্সি এস ১০ (Samsung Galaxy S10)
স্যামসাং আমাদের
দেশে বেশ জনপ্রিয় একটি ব্র্যান্ড।এটিতে রয়েছে পাঞ্চ হোল ডিসপ্লে যা এই ফোনকে গ্রাহকদের
কাছে করে তুলেছে আরো বেশি আকর্ষণীয়।চলুন জেনে নেয়া যাক এর ফিচারগুলোঃ
->ডিসপ্লের আকার – ৬.১২ ইঞ্চি, ৯৩.২ বর্গসে.মি.
->বডি ডাইমেনশনস - ১৪৯.৯ X ৭০.৪ X
৭.৮
মিমি (৫.৯০X২.৭৭X০.৩১ইঞ্চি)
->ওজন ১৫৭ গ্রাম (প্রায়)
->ডিসপ্লে রেজ্যুলেশন – ১৪৪০X৩০৪০ পিক্সেল
-> অপারেটিং সিস্টেম – এন্ড্রয়েড
->অপারেটিং সিস্টেম ভার্সন – ৯.০ (পাই)
-> সিপিইউ – অক্টাকোর (২X২.৭ গিগাহার্টজ মঙ্গুজ এম৪ এবং ২X২.৩ গিগাহার্টজ কর্টেক্স-এ ৭৫ এবং ৪X১.৯ গিগাহার্টজ কর্টেক্স ৫৫)
->ব্যাটারি- ৩৪০০ এমএএইচ
->ক্যামেরা- প্রাইমারি (ট্রিপল ১২ এমপি, ১৬ এমপি ,এফ/২.২
,১২ মি.মি. আলট্রাওয়াইড) , সেকেন্ডারি (১০ এমপি, এফ /১.৯ , ২৬ মিমি প্রশস্ত ,
ডুয়েল পিক্সেল পিডিএ এফ)
->মেমোরি – ইন্টারনাল মেমোরি (১২৮ জিবি, ৫১২ জিবি) , এক্সটার্নাল
মেমোরি (মাইক্রোএসডি ৫১২জিবি পর্যন্ত)
->র্যাম – ৮ জিবি
->বাজার মূল্য – ৮৯,৯৯০ টাকা
(চলবে)