“রেফ্রিজারেটর”- যেটিকে আমরা ফ্রিজ নামে সবাই চিনি। আমাদের গৃহস্থালী আরো নানা ইলেকট্রনিক ব্যবহারীয় যন্ত্র সমূহের জনপ্রিয় একটি হল ফ্রিজ। এতে কৃত্রিমভাবে খাদ্য ও পানীয় সংরক্ষণ করা এবং দীর্ঘসময়ের জন্য টাটকা রাখা যায়।
কেনার আগে লক্ষ্য রাখুনঃ
বর্তমানে নানা ধরনের ডিজাইন ও বাড়তি সুবিধা সম্বলিত ফ্রিজ বাজারে পাওয়া যায়। তাছাড়াও নতুন ,পুরাতন দুই ধরনের ফ্রিজ কিনতে পারেন চাইলে। আপনি যদি একটি ফ্রিজ কিনতে চান তবে কোন কোন দিকগুলো আপনার খেয়াল রাখা উচিত তা উল্লেখ করা হলঃ
১) ফ্রিজ কেনার আগে অবশ্যই স্থান নির্বাচন করুন। এমন স্থানে ফ্রিজ বসাতে হবে যেখানে রাখলে ফ্রিজের দরজা খুলতে সুবিধা হবে এবং চারপাশে বাতাস চলাচলের মতো ফাঁকা জায়গা থাকবে।
২)ফ্রিজ দুই ধরনের হয় – ফ্রস্ট এবং নন ফ্রস্ট। ফ্রস্ট ফ্রিজ হলো যাতে বরফ জমে। আর নন-ফ্রস্ট ফ্রিজ হলো যাতে বরফ জমেনা। আপনার চাহিদা বুঝে আপনি নিজের ফ্রিজ বাচাই করে কিনতে পারেন।
৩)আপনার যদি বাজেট