ভেজা চুল শুকানোর জন্য হেয়ারড্রায়ার এর প্রয়োজন রয়েছে। বিশেষ করে যাদের চাকরি বা ব্যক্তিগত কারনে বাইরে যাওয়ার দরকার হয় তাদের জন্য হেয়ার ড্রায়ার বেশ কাজের একটি জিনিস।
হেয়ার ড্রায়ারের গঠন ঃ
হেয়ার ড্রায়ারের উপরের অংশটি প্লাস্টিকের তৈরি হয়।হেয়ার ড্রায়ারের আকৃতি অনেকটা বন্দুকের মতো দেখতে। উপরের অংশটি আসলে একটি প্লাস্টিকের খোল। খোল এর ভেতরে একটি নাইক্রোম তারের কুন্ডলী থাকে। কুন্ডলীর ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় আর কুন্ডলীটি গরম হয়ে উঠে।কুন্ডলীর ঠিক পেছনে একটি ছোট পাখা থাকে। ড্রাইয়ারে দুইটি সুইচ থাকে। একটি তারের কুন্ডলীতে বিদ্যুৎ পরিবহন করে অন্যটি পাখাতে।
হেয়ার ড্রায়ার চালানোর নিয়মঃ
হেয়ার ড্রায়ার চালানোর নিয়ম
হচ্ছে প্রথমে পাখার সুইচটি অন করতে হয়। সুইচ অন হলেই পাখা চালু হয়ে যায় আর প্লাস্টিকের
খোলের মুখ দিয়ে ঠান্ডা বাতাস বেরিয়ে আসে। এরপর দ্বিতীয় সুইচটি চালু করলে কুন্ডলীতে
বিদ্যুৎ প্রবাহ শুরু হয় আর বাতাস গরম হতে থাকে। এরপর খোলের সামনে ভেজা চুল ধরে
শুকাতে হয়।
হেয়ার ড্রায়ার ব্যবহারের কিছু নিয়ম মনে রাখবেন অবশ্যই-
১) চুলে কাছ থেকে ড্রায়ার
ব্যবহার করবেন না। চুল রূক্ষ্ম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
২) সবসময় যদি ড্রায়ার
ব্যবহার করে থাকেন তাহলে ঠান্ডা বাতাসটিই ব্যবহার করুন।
৩) অনেকেই ডান হাতে চুলে
ড্রায়ার ব্যবহার করেন। কিন্তু এটা ঠিক নয়। কারণ চুলের গতি-প্রকৃতি নিয়ন্ত্রণে এই
হাতটাই বেশি কার্যকর। বাঁ হাতে হেয়ার ড্রায়ার ধরে ডান হাতে চিরুনি ধরুন। তাহলে
চুলে ড্রায়ার করতেও সুবিধা হয় আর চুলেরও ক্ষতি হয়না।
৪)হেয়ার ড্রায়ার ব্যবহার
করার সময় চুলের গোড়া থেকে ডগার দিকে গরম বাতাস দিন। চুলের গোড়ায় যেন বেশি তাপ না
লাগে তা অবশ্যই খেয়াল রাখুন।
৫)চুলে ড্রায়ারের উষ্ণ
বাতাস চালনার সময় তা যেনো মুখে না লাগে । চুলে বেশি তাপ যেমন চুলকে রূক্ষ্ম করে
তুলতে পারে তেমনি মুখের চামড়ায় তাপ পড়লে তা ক্ষতিকর হতে পারে।
৬) মাথা থেকে কমপক্ষে ১২
ইঞ্চি দূরত্বে রেখে ড্রায়ার ব্যবহার করুন। কনুইকে কিছুটা সোজা করে ড্রায়ার ব্যবহার
করলে মাপটা ঠিক থাকবে।
৭) একইসাথে পুরো মাথার
চুল শুকানোর চেষ্টা করা ভুল। তাই সব চুলকে
চার ভাগে ভাগ করে শুকান।
৮) একই ভাবে না করে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে চুল
শুকাবেন।
হেয়ার ড্রায়ারের যত্নঃ
১) ব্যবহারের পর প্লাগ
খুলতে ও সুইচ অফ করতে ভুলবেন না।
২) ড্রায়ারের ফাঁক ফোকরে
যেনো পোকামাকড় বাসা না বাঁধে আর ধুলাবালি না জমে সেভাবে প্যাকিং করে রাখবেন।
৩)মেশিনে যেনো ভুলবশতঃ
পানি ঢুকে না যায় খেয়াল করবেন।
মেশিন জাতীয় যেকোনো
জিনিসের ভালভাবে যত্ন করতে হয়। হেয়ার ড্রায়ার একটি ইলেকট্রনিক্স যন্ত্র তাই এটিকে
যত ভাল যত্ন করা যাবে তত বেশিদিন টিকবে।
বাজারে বিভিন্ন
ব্র্যান্ডের হেয়ার ড্রায়ার পাওয়া যায়। দেশীয় ব্র্যান্ড ওয়ালটন –এ ও আছে হেয়ার
ড্রায়ার। Osellers থেকে WaltonHair Dryer কিনে বুঝে নিন নিশ্চিত ক্যাশব্যাক!